পোলবা-দাদপুর: চিকনগুনিয়ার ছড়াচ্ছে পোলবার জারুরা এলাকায়
চিকনগুনিয়ার ছড়াচ্ছে পোলবার জারুরায়।এক সপ্তাহে চিকনগুনিয়া উপসর্গ আছে এমন প্রায় ত্রিশ জনের হদিশ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। আজ শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ ব্লক প্রশাসন সূত্রে জানা যায় জারুরা প্রাথমিক স্কুলে আজ পোলবা গ্রামীন হাসপাতাল শিবির করে রক্ত সংগ্রহ করে।বাড়ি বাড়ি প্রচার ও মাইক প্রচার চালানো হয় পার্শ্ববর্তী গ্রাম গুলোতে।চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পোলবা বিডিও জগদীশ বাড়ুই,,