রামপুরহাট ২: তালিবান নিয়ে কেন্দ্রের মিটিং! কটাক্ষ মিল্টন রশিদের—“এবার শুভেন্দু কী বলবে?”
তালিবানকে ঘিরে ভারত সরকারের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন হাসন বিধানসভার প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। তিনি প্রশ্ন তুলেছেন, “তালিবান নিয়ে মিটিং করছে কেন্দ্র, এবার শুভেন্দু কী বলবে?” তাঁর বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।