জামবনি: গিধনিতে পশ্চিমবঙ্গ ক্ষেতমজদু্র তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কমিটি গঠন বিষয়ে হল বিশেষ আলোচনা সভা
আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাম্বনি ব্লকের গিধনিতে হল পশ্চিমবঙ্গ ক্ষেতমজদু্র তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক কমিটি গঠন সহ একাধিক বিষয়ে এক বিশেষ আলোচনা সভা। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের ঝাড়গ্রাম জেলা ও জাম্বনি ব্লকের একাধিক নেতা কর্মীদের উপস্থিতিতে কমিটি পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে যাওয়া কিষান ক্ষেতমজদু্র তৃনমূল কংগ্রেস কমিটি পুনরায় গঠন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।