কোচবিহার ২: ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহার বানেশ্বরে,গুরুতর যখম ৩জন, ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ
চার চাকার গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে, গুরুতর যখম ৩, ঘটনাটি ঘটেছে কোচবিহার বানেশ্বর এলাকায় । জানা গেছে কোচবিহার থেকে আলিপুরের দিকে যাচ্ছিল একটি ছোট চার চাকার গাড়ি এবং অপরদিক থেকে আসছিল একটি যাত্রী বোঝাই অটো গাড়ি। বানেশ্বর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় অটো ও ছোট গাড়িটির। এই ঘটনায় গুরুতর যখন হন ৩জন। আহতদের উদ্ধার করে কোচবিহার MJNমেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পুন্ডিবাড়ী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।