মগরাহাট ১: কানপুর ইয়ং ফাইটার্স ক্লাব এর পক্ষ থেকে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে পুজো মণ্ডপের সামনে ভিড় দর্শনার্থীদের
মগরাহাট এক নম্বর ব্লকে কানপুর ইয়ং ফাইটার্স ক্লাবের পরিচালনায় শ্যামা কালীপুজোর আয়োজন করা হয়েছে উক্ত এই শ্যামা কালী পূজোয় গ্রাম বাংলার মনোজ্ঞ থিমের পুজো দেখার জন্য এলাকার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা জমিয়েছে পূজোমণ্ডপের কাছে।