পুরুলিয়া ২: অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ পুরুলিয়া ২ নম্বর ব্লক কমিটির বন্ধু মিলন পর্বের অনুষ্ঠান আয়োজিত হলো চার সড়ক মোড়ে
পুরুলিয়া জেলা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ পুরুলিয়া ২ নম্বর ব্লক কমিটির আজকে বন্ধু মিলন পর্বের অনুষ্ঠান আয়োজিত হলো স্থানীয় ৪ সড়ক মোড়ে । এই সংগঠনের সদস্য বৃদ্ধির মধ্য দিয়ে সংগঠনকে আরোও শক্তিশালী করা এবং ড্রাইভার সমাজের সুরক্ষা ও সম্মান অধিকারের দাবি নিয়ে আলোচনা হয় ।