বালি-জগাছা: হাওড়া আন্দুল রোড এজেসি বোস থানার সামনে বিজেপির তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি
দুর্গাপুরে উড়িষ্যা থেকে আসা এক ডাক্তারি পড়ুয়ার ওপর পাশবিক অত্যাচারে বাংলার মাটিতে আবারো নারী সুরক্ষা ভূলুণ্ঠিত। তারই প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকে এদিন বেলা আনুমানিক 11 টা নাগাদ হাওড়া আন্দুল রোড এজেসি বোস থানার সামনে প্রতিবাদ দেখান বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ওম প্রকাশ সিং, দক্ষিণ হাওড়ার বিজেপি নেতা প্রমোদ সিং, দক্ষিণ হাওড়ার মন্ডল সভাপতি দেবিকা নায়েক সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা