রামপুরহাট ২: তারাপীঠে আগত পূর্ণার্থীদের বিশেষ সচেতন করলেন এক সেবায়েত
তারাপীঠে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ সচেতনতামূলক বার্তা দিলেন মন্দির কমিটির সেবায়েত মান্তু চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ভক্তদের শৃঙ্খলা বজায় রেখে মা তারার দর্শন করতে হবে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা না করে নিজের সামগ্রী নিজের কাছে রাখারও অনুরোধ জানান তিনি। পাশাপাশি ভুয়ো পুরোহিত বা দালালদের ফাঁদে না পড়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার আহ্বান জানান মান্তু চক্রবর্তী।