বিশালগড়: বাংলাদেশ পাচার কালে মারুতি গাড়ি সহ উদ্ধার এক লক্ষ টাকার কাপড়,ঘটনা মধুপুর হসপিটাল চৌমুহনী
বাংলাদেশে পাচার কালে নাম্বার বিহীন মারুতি গাড়ি সহ উদ্ধার বিপুল পরিমাণে কাপড়।গতকাল গভীর রাতে মধুপুর হসপিটাল চৌমুহনি এলাকায় গোপন খবরের ভিত্তিতে পাঁচ বস্তা কাপড় সহ একটি নাম্বার বিহীন মারুতের ভ্যানকে আটক করে। মধুপুর থানা গোপন খবর পেয়ে হসপিটাল চৌমুহনি এলাকায় উৎপেতে বসে থাকে পরবর্তী সময়ে দ্রুত গতিতে মারুতি গাড়ি আসতে দেখে মারুতি গাড়িকে থামানোর নির্দেশ দেন।