কোচবিহার ১: মুখ্যমন্ত্রী আছেন বলেই বাংলায় সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে, কোচবিহারে বললেন তৃণমূলের জেলা সভাপতি
শারদ উৎসবে সরকারি অনুদান দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে কোচবিহার শহরে মিছিল করলো কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ক্লাব সমন্বয় কমিটি।কোচবিহার শহরের লালদীঘি সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।