মানবাজার ১: ডুমুরিয়া বাউরীপাড়ার রাস্তা নির্মাণের কাজে হাত লাগালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
স্বাধীনতার পর থেকে গ্রামে নেই রাস্তা,গ্রামে রয়েছে ৫০ টিরও বেশি পরিবার।পুরুলিয়ার পুঞ্চা থানার ডুমুরিয়া বাউরীপাড়ার রাস্তার বেহাল দশা। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। বৃষ্টির মধ্যে প্রচন্ড সমস্যার মুখে পড়তে হয় এলাকার মানুষদের। এবার রাস্তা তৈরিতে কোদাল গাঁইতি হাতে তুলে নিলেন এলাকার মহিলারা। নিজেরাই অস্থায়ী রাস্তা মেরামতের জন্য হাত লাগালেন।