মকর সংক্রান্তির দিন রথে চেপে বনভোজনে যান বরাহভূম রাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদ জিউ শুগনি বাসার জঙ্গলে। মন্দির থেকে জঙ্গলে নিয়ে যাওয়ার পথে সারা বরাবাজার শহর জুড়ে কীর্তনের সঙ্গে সঙ্গে নামে ভক্তের ঢল। প্রথা অনুযায়ী সারা শহরের সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে এদিন কোন রান্না হয় না। সকলেই সেদিন শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদ জিউ র সঙ্গে বনভোজনের উপস্থিত হন সুগনি বাসার জঙ্গলে। বেশ কয়েক হাজার ভক্তের সমাগমে এদিন বিকেল পাঁচটা পর্যন্ত মুখর