শান্তিপুর: ভক্তদের কাঁধে চেপে নৃত্য করতে করতে নিরঞ্জনের পথে বামা কালী, মায়ের নৃত্য দেখে শান্তিপুরের রাজপথে নামলো মানুষের ঢল
Santipur, Nadia | Oct 21, 2025 একটি বাঁশের মাচা করে দেবীর মূর্তি কাঁধে তুলে নেন ভক্তরা। তাঁদের সঙ্গে পথে পথে যোগ দেন আরও শত শত দর্শনার্থী। সুবিশাল প্রতিমাকে নিয়ে বিসর্জনের ঘাটের পথে চলতে চলতে শুরু হয় এক অপূর্ব নৃত্য। ভক্তদের তাল-ছন্দে দুলে ওঠে দেবীমূর্তিও— দেখে মনে হয় স্বয়ং মা বামা কালী নেচে উঠেছেন! শ্যামাপুজোর এই বিশেষ দৃশ্যের সাক্ষী শান্তিপুরবাসী দশকের পর দশক ধরে। বলা হয়, “বামা কালীর নাচ” শুধু এক উৎসব নয়, এটি এক অলৌকিক অভিজ্ঞতা। মুণ্ডমালা, রক্তচক্ষু আর তেজোময় প্রতিমা— সেই দেবীকে কাঁ