তমলুক: রঘুনাথ বাড়িতে 254 বছরের দশেরা উপলক্ষে রথযাত্রার আয়োজন,মেলা চলবে ১৫ দিন ধরে
পূর্ব মেদিনীপুর জেলার রঘুনাথ বাড়িতে ২৫৪ বছরের ঐতিহ্যবাহী রাম সীতা রথের দড়ি ট্রেনের শুভ সূচনা করা হয় দুর্গাপূজার দশমীতে দশেরা উপলক্ষে এই রথের আয়োজন করা হয় এই রথে ভগবান রামকে নিয়ে গিয়ে রাবণকে বধ করার আয়োজন করা হয় |এই রথ উপলক্ষে আগামী ১৫ দিন ধরে চলবে মেলা |