রানাঘাট ১: ডিজিটাল শো তে প্রদর্শিত হচ্ছে মা কালীর আবির্ভাব কাহিনী ,মদনমোহন পল্লী স্বামী বিবেকানন্দ ক্লাবের পুজোয় মানুষের ঢল
ডিজিটাল অডিও ভিজুয়াল শো এর মধ্যে দিয়ে প্রদর্শিত হচ্ছে মা কালীর আবির্ভাব এর কাহিনী। আর সেই শো দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মদনমোহন পল্লীর স্বামী বিবেকানন্দ ক্লাবের কালী পূজা প্রাঙ্গনে। রানাঘাট কলেজ সংলগ্ন মদনমোহন পল্লী স্বামী বিবেকানন্দ ক্লাবের কালী পূজা এই বছর 75 তম বর্ষে পদার্পন করলো। আর এই 75 তম বর্ষে ক্লাবের পূজার মণ্ডপ তৈরি হয়েছে চেন্নাই এর স্বামী রানায়ন টেম্পেলের আদলে। পূজা উদ্যোক্তাদের দাবি, এই পূজার মধ্য দিয়ে শব্দ দূষণ, বৃক্ষ রোপন সহ নানান বিষয়