দার্জিলিং-পালবাজার: লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে স্বেতিঝোড়া এলাকায় ব্যাপক ধস, বন্ধ ১০ নং জাতীয় সড়ক
পাহাড় জুড়ে একটানা অবিরাম বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হলো বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের স্বেতিঝোড়া কাছে রাস্তা ভেঙ্গে চলে যায় তিস্তার গর্ভে। রবিবার সকাল থেকে। ভয়ংকর রূপ নেয় জাতীয় সড়ক। প্রসঙ্গত গতকালই ওই এলাকায় রাস্তায় ফাটল ধরা শুরু করেছিল। তবে রাতভর টানা বৃষ্টি হতেই রবিবার সকালে জাতীয় সড়কের বেশ খানিকটা অংশ চলে যায় তিস্তার গর্ভে। এতেই বর্তমানে ওই জাতীয় সড়ক দিয়ে সমস্ত রকম ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।