ধনিয়াখালি: গুড়াপের মাঝিনান এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের মধ্যে হঠাথই দ্রুত গতিতে ঢুকে গেল একটি চলন্ত দশ চাকা লড়ি
গুড়াপ থানার মাঝিনান এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের মধ্যে হঠাথই দ্রুত গতিতে ঢুকে গেল একটি চলন্ত দশ চাকা লরি। প্রাণে বাঁচলো বাসায় থাকা জনা কুরি যাত্রীসহ লরি চালক। আজ শনিবার বৈকাল পাঁচটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় এদিন সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বিহারের নয়দা থেকে কলকাতা রাজাবাজার গামি একটি বাস যাচ্ছিল। বাসে চেপেছিল প্রায় জোনাকুড়ি যাত্রী। গুরাপের মাঝি নান এলাকায় বাসটি এসে পৌঁছালে চলন্ত বাসের পেছনে নিয়ন্ত্রণ,,