শীতের শুরুতেই ঝাড়গ্রামের হৃদয়ে শাল ও মহুয়ার জঙ্গলের সবুজ কোলে রবীন্দ্র পার্কে খুলে গেল বহুল প্রতীক্ষিত লালমাটির হাট। জঙ্গলমহলের সংস্কৃতি, শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। ২০২১ সালে সূচিত এই উদ্যোগ ইতিমধ্যেই পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। শাল-মহুয়ার ছায়াঘেরা পরিবেশে খোলা আকাশের নীচে সারি সারি স্টলে সাজানো রয়েছে স্থানীয় শিল্পীদের তৈরি নানা সামগ্রী।