ডোমজুড়: ডোমজুড়ের পাকুড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন।
Domjur, Howrah | Oct 4, 2025 ডোমজুড়ের পাকুড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন। শনিবার দুপুর ১ টা নাগাদ হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের বস্তাগুলি। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। রাস্তার ধারে এভাবে জ্বলতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ডোমজুড় থানায় এবং দমকলে। ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন জ্বলতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়।