জলপাইগুড়ি: দুর্গা পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না, জলপাইগুড়িতে একাদশীতে নয়া রূপে মা আসেন ভান্ডানী রুপে পূজিত হন
দুর্গা পুজো শেষ হয়েও এখানে শেষ হয় না। একাদশীতে নয়া রূপে মা আসেন ভান্ডানী রুপে। ময়নাগুড়ির বার্নিশ গ্রাম ছাড়াও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভান্ডানী পূজা শুরু হয়েছে শুক্রবার। এদিন সারাদিন পূজা চলে। তবে দুর্গার দশভূজা এখানে দ্বিভূজা দেবী ভান্ডানি। সিংহের বদলে সঙ্গে বাহন হিসেবে উপস্থিত বাঘ। শস্যের দেবী হিসেবে পূজিত হন দেবী ভান্ডানি। বার্নিশে একদিনের পুজো। আবার কোথাও দুই তিনদিন ধরেও পুজো হয়। মানত পূরণ হওয়ায় অনেকেই পায়রা, পাঁঠা উৎসর্গ করেন দেবীকে। জনশ্রুতি,