শান্তিপুর: NH 12 এর পাঁচপোতায় লড়ি বাইক সংঘর্ষ, মৃত্যু বেলডাঙ্গার বাসিন্দা এক যুবকের,মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো শান্তিপুর পুলিশ
Santipur, Nadia | Oct 23, 2025 পাঁচপোতায় 12 নম্বর জাতীয় সড়কে লড়ি বাইক সংঘর্ষ, মৃত্যু বেলডাঙ্গার বাসিন্দা এক যুবকের। সূত্রের খবর, বেলডাঙ্গার বাসিন্দা এক যুবক বুধবার নৈহাটিতে কাজে আসেন। অভিযোগ, কাজ শেষে বাইক চালিয়ে বাড়ী ফেরার সময় শান্তিপুর থানার পাঁচপোতা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে একটি লড়ির সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে শান্তিপুর পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।