হলদিবাড়ি: বিজেপিতে ভাঙ্গন! মেখলিগঞ্জের বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ বিজেপির ৩নং মন্ডলের সহ সভাপতি সহ ৩৪টি পরিবারের
হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের দেউনিয়া পাড়ায় শনিবার রাতে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে মেখলিগঞ্জ বিধানসভা ৩ নং মণ্ডলের বিজেপির সহ-সভাপতি কার্তিক চন্দ্র রায় সহ বক্সিগঞ্জ অঞ্চলের ১০৫ নম্বর বুথের ১০টি পরিবার এবং ১০৭ নম্বর বুথের ২৪টি পরিবার মিলিয়ে—মোট ৩৪টি পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক।