ডেবরা: সাংসদের তহবিলের টাকায় তৈরি হওয়া টাবাগেড়্যা এলাকায় হাইমাস লাইট উদ্ধোধন করলেন উপপ্রধান
শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়্যা এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী দেবের আর্থিক তহবিল থেকে তৈরি হওয়া হাই মাস লাইটের উদ্বোধন করলেন উক্ত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা।নারকেল ফাটিয়ে দিন এই হাইমাস লাইটের উদ্বোধন করা হয়। চন্দন বেরা ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন।