ক্যানিং ১: বেলেগাছি মোড়ের কাছে মোটর ভ্যান উল্টে জখম এক ভ্যান চালক
মোটর ভ্যান উল্টে জখম এক ব্যক্তি। জখম ব্যক্তির নাম আমির মিস্ত্রি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ক্যানিং বারুইপুর রোডের বেলেগাছি এলাকায়। যাত্রী নিয়ে বেলেগাছি মোড়ে যাওয়ার সময় আচমকাই সামনে থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় মোটর ভ্যানটি। ঘটনায় চালক গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন।