আউশগ্রাম ২: আউশগ্রামের ভেদিয়ায় রেল সেতুর নীচে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ, চাঞ্চল্য এলাকায়
আউশগ্রামের ভেদিয়ায় রেল সেতুর নীচে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয়রা প্রথমে জলের মধ্যে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আনুমানিক রাত ১০টা নাগাদ পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির দেহে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে ওই ব্যক্তি নয়নজুলিতে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।