রায়গঞ্জ: ISF ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অধ্যাপক অজয় কুমার দাস,রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি
শনিবার রাতে রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে আইএসএফের প্রাক্তন প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস যোগ দেন বিজেপিতে। জেলা সভাপতি নিমাই কবিরাজের হাত ধরে তিনি দলীয় পতাকা গ্রহণ করেন। অধ্যাপক দাস জানান, রাজ্যে দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে লড়াই করতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। জেলা সভাপতি জানান, রায়গঞ্জ বিধানসভার এক নম্বর মণ্ডল সভাপতি স্বরূপ সরকারের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান হয় এবং ভবিষ্যতে অধ্যাপকের নেতৃত্বে আরও অনেকেই বিজেপিতে আসবেন বলে আশাবাদী তিনি।