রবিবার দুপুর বারোটা নাগাত বাঁকুড়া ৪ নম্বর মণ্ডলে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল মণ্ডল। এদিনের বৈঠকে মণ্ডল সভাপতি শ্রীকান্ত ঘোষের নেতৃত্বে মণ্ডলের কার্যকর্তাবৃন্দ, শক্তিকেন্দ্র প্রধানগণ, বুথ সভাপতি মহাশয়গণ এবং বি এল এ–২ (BLA-2) প্রমুখরা উপস্থিত ছিলেন।