চাকদা: মরণোত্তর দেহ দান করার জন্য মানুষকে উৎসাহিত করতে চাকদার সিলিন্দা নেতাজি সংঘের 49 তম বর্ষে কালীপূজার থিম পুনর্জন্ম
Chakdah, Nadia | Oct 21, 2025 মরণোত্তর দেহ দান করার জন্য মানুষকে উৎসাহিত করতে উদ্যোগী হলো চাকদার একটি বারোয়ারী কালীপূজা কমিটি। আর তারই অঙ্গ হিসেবে এবার তাদের কালী পূজার থিম করা হয়েছে পুনর্জন্ম। চাকদার সিলিন্দা নেতাজি প্রগতি সংঘের পূজা এই বছর 49 তম বর্ষে পদার্পন করলো। আর এবার পুজোয় তাদের থিম পুনর্জন্ম। পূজা উদ্যোক্তাদের দাবি, মানুষের মৃত্যুর পর দেহ সৎকার করা হয় ও তার সাথেই শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গ এর বিনাশ ঘটে। কিন্তু মানুষ যদি তার দেহ দান করলে তার অঙ্গ দিয়ে অন্যের পুনর্জন্ম হবে।