চাকদা: লক্ষী পুজোর আগে বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন রানাঘাট,তাহেরপুর,চাকদা এলাকার লক্ষীর সরা তৈরির শিল্পীরা
Chakdah, Nadia | Oct 5, 2025 রাত পোহালেই লক্ষী পুজো, আর লক্ষী পুজোর আগে লক্ষীর সরা তৈরি করে বাজারে যোগান দিতে শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে সরা শিল্পীদের। মাটির সরায় রং করে তাতে তুলির টানে লক্ষীর অবয়ব তৈরি করে প্রত্যেক বছর লক্ষীর সরা বাজারে বিক্রি হলেও এবার প্রকৃতির খামখেয়ালি পনায় সমস্যায় পড়েছেন রানাঘাট চাকদা সহ বিভিন্ন এলাকার সরা শিল্পীরা। বাজারে চাহিদা থাকলেও বৃষ্টির কারণে এবার সেই ভাবে লক্ষীর সরা তৈরি হয়নি। ফলে একদিকে যেমন বাজারে লক্ষীর সরার যোগান কম থাকায় দাম বাড়ার সম্ভবনা থাকছে।