মথুরাপুর ২: দক্ষিণ জয়কৃষ্ণপুর গঙ্গার মোড় শারদ উৎসব কমিটির এবছরের দুর্গাপূজার থিম ময়ূর মহল
মথুরাপুর দু'নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলের দক্ষিণ জয়কৃষ্ণপুর গঙ্গার মোড় শারদ উৎসব কমিটির দুর্গাপূজার এ বছরের থিম ময়ূর মহল এক স্বপ্নময় পরিবেশ এ বছর নিয়ে এই পুজো ১৭ বছর পদার্পণ করল ।মূলত পরিবেশ ধ্বংসের পথে বাস্তু তন্ত্র রক্ষা করতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছেন দক্ষিণ জয় কৃষ্ণপুর গঙ্গার মোড় শারদ উৎসব কমিটি উপস্থিত ছিলেন পূজো কমিটির সভাপতি দিপেন মন্ডল সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস কষাদক্ষ ধনপতি তাঁতি পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ র