তেহট্ট ১: আগামী শুক্রবার তেহট্টের দুর্গা প্রতিমা বিসর্জন হবে, জানালেন তেহট্ট সমন্বয়ে পুজো কমিটির প্রতিনিধি
পঞ্জিকা মতে বৃহস্পতিবার বিজয় দশমী থাকলেও তেহট্ট এলাকার বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন না হওয়ার বিষয়ে, বৃহস্পতিবার বিকেল তিনটে ত্রিশ মিনিটের সময় তেহট্ট সমন্বয় পুজো কমিটির প্রতিনিধি কাজল কুমার চ্যাটার্জি তেহট্টে দাঁড়িয়ে জানালেন, ভট্টাচার্য বাড়ির দূর্গা পূজার বিসর্জনের রীতিনীতি মেনে আগামী শুক্রবার এলাকার দুর্গা প্রতিমার বিসর্জন হবে।