কোচবিহার ২: "ভোটার তালিকায় নেই নাম" প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের শামিল হলো কালজানীর বাসিন্দারা
ভোটার তালিকায় নেই নাম রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে শামিল হল কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত কালজানি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছেন এবং ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও ২০০২ ভোটার লিস্টে নাম নেই তাদের । স্বাভাবিকভাবেই সীমাহীন আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধনের দাবিতেই এদিন কাল জানি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন তারা।