আজ শুক্রবার ভারতবর্ষের রাষ্ট্র গীত বন্দেমাতরমের 150 তম বর্ষপূর্তি। এই দিনটি ধুমধাম করে পালন করল বিজেপি। খড়গপুর গ্রামীন বিধানসভার দু'নম্বর মন্ডলের পক্ষ থেকে এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ পদযাত্রা অনুষ্ঠিত হয় ভারতের পতাকা জাতীয় হাতে নিয়ে। এরপর ১৫০ টি প্রদীপ চালানো হয়।