সুন্দরবনের মৈপিঠ কোষ্টাল থানার ভুবনেশ্বরীর কমিউনিটি স্টাডি সেন্টারে ব্যবস্থাপনায় গৃহবধূদের প্রতিভা উন্মোচনের উদ্যোগ গ্ৰহন।আর এই প্রতিভা উন্মোচনের কয়েক শত মহিলা ও গৃহবধূ অংশগ্রহণ করেন। তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করেন এই সংগঠন। এ বিষয় নিয়ে সমাজকর্মী প্রবীর মিশ্র কি জানাচ্ছেন তা শুনুন।