রায়গঞ্জ: মার্চেন্টস ক্লাব মাঠে খাম ভরো নামের অভিনব আন্দোলনে বিভিন্ন স্কুলের ITC ইনসট্রাক্টররা, মুখ্যমন্ত্রীকে করলেন আবেদন
সরকারি সুযোগ সুবিধার দাবীতে মার্চেন্টস ক্লাব মাঠে জমায়েত করে খাম ভরো কর্মসুচীর মধ্যেমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ITC ইনসট্রাক্টররা। মঙ্গলবার দুপুরে ওই আন্দোলনকারীদের মধ্যে বাবু সাহা নামের একজন জানান, তারা এজেন্সির মাধ্যমে বিভিন্ন স্কুলে কম্পিটার ইনসট্রাক্টর হিসাবে কাজ করছেন। এজেন্সি তাদের সঠিক সময়ে বেতন দেয় না। পাশাপাশি যে পরিমানে তারা বেতন পান সেই বেতনে জীবন অতিবাহিত করা যায় না৷ তাই তারা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে সম কাজে সম বেতনের আবেদন জানাচ্ছেন।