বোলপুর-শ্রীনিকেতন: দুর্গাপুজোর আগে ব্যস্ত বোলপুরের মনোরমা মৃৎশিল্প
আর হাতে গোনা কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই আজ ১৮ ই সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ টা নাগাদ থেকে জোরকদমে চলছে প্রস্তুতি বোলপুরের খ্যাতনামা মনোরমা মৃৎশিল্প-এ। এবছর দুর্গাপুজো ও বিশ্বকর্মা পূজো একই মাসে হওয়ায় প্রভাব পড়েছে মূর্তি তৈরিতে। মনোরমা মৃৎশিল্পের কর্ণধার গোকুলানন্দ পাল জানিয়েছেন, “বিশ্বকর্মা মূর্তি বেশি তৈরী করা সম্ভব হয়নি, কারণ বিশ্বকর্মা পূজো ও দুর্গাপুজো কাছাকাছি। তার ফলে সময় ও চাহিদার অভাবে বেশি মূর্তি তৈরি করা সম্ভব হয়নি।” তবে