হরিশ্চন্দ্রপুর ২: চিকিৎসার নামে প্রতারণা! ভিক্ষুক বৃদ্ধার জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ভাই ও ভাইপোর বিরুদ্ধে
চিকিৎসার নামে প্রতারণা! ভিক্ষুক বৃদ্ধার শেষ সম্বল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ভাই-ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের। অভিযোগ, চিকিৎসার অজুহাতে মালদহে নিয়ে গিয়ে বৃদ্ধা মাজেদা বিবির দুই কাঠা বাস্তুভিটা রেজিস্ট্রি করিয়ে নেন ভাই মোজাম্মেল হক ও ভাইপো আলমগীর ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, ভিক্ষাবৃত্তি করে প্রায় পনেরো বছর আগে জমিটি কিনেছিলেন মাজেদা বিবি। বর্তমানে সেই ঘরে একাই থাকেন তিনি।