দাসপুর ১: হাজার হাজার ভক্তের মাঝে দাসপুরের খাড় রাধাকৃষ্ণপুরে ২৫ ফুট দীর্ঘ হনুমানদেবের মুর্তি
হনুমান জয়ন্তীর দিন ২৫ ফুটের দীর্ঘ বজরংবলী দাসপুরে। বলা ভালো সবচাইতে বড় হনুমান দেবের প্রকান্ড মুর্তি। বলা হচ্ছে এই মুর্তি উচ্চতাতে ২৫ ফুট। মঙ্গলবার বেলা প্রায় ১২টা থেকে মহা ধুমধামে এই মুর্তির প্রতিষ্ঠা হয়,চলছে নাম যজ্ঞ। দাসপুর ১ নম্বর ব্লকের খাড় রাধাকৃষ্ণপুর গ্রামে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এ মন্দির।