চাকদা: মাঝেরচরে বেআইনি জুয়ার আসরে হানা পুলিসের, গ্রেফতার 6 জুয়াড়ি, উদ্ধার বিপুল পরিমাণ অর্থ
Chakdah, Nadia | Sep 20, 2025 মাঝেরচরে বেআইনি জুয়ার আসরে হানা পুলিসের, গ্রেফতার 6 উদ্ধার বিপুল পরিমাণ অর্থ। সূত্রের খবর, শুক্রবার রাতে কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় মাঝের চর এলাকায় বেআইনি ভাবে জুয়ার আসর বসিয়েছে কিছু অসাধু ব্যক্তি। আর এর পরই কল্যাণী পুলিশ অভিযান চালিয়ে মাঝেরচর এলাকায় বসা ওই জুয়ার আসরে হানা দিয়ে 6 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 56925 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতদের কল্যাণী আদালতে পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ।