পুরুলিয়া ২: গিরি গোবর্ধন এর পূজা অনুষ্ঠিত হলো পুরুলিয়ার চকবাজার হরিবোল মন্দির প্রাঙ্গনে বহুভক্ত সমাগম
গিরি গোবর্ধন এর পূজা অনুষ্ঠিত হলো পুরুলিয়ার চকবাজার হরিবোল মন্দির প্রাঙ্গনে। অন্ন কোর্টের পাশাপাশি এদিন প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। আট দিন ধরে গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিল । আজকের দিনে গোবর্ধন নামিয়ে ছিলেন তার জন্য আজকে ৫৬ ভোগের প্রসাদ হয় ।