নকশালবাড়ি: ১০০ দিনের কাজ চালু করার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলো দার্জিলিং জেলা সারা ভারত ক্ষেতমজদুর ইউনিয়ন
হাইকোর্টের নির্দেশিকার করো এখনো চালু হয়নি ১০০ দিনের কাজ। সোমবার ১০০ দিনের কাজ চালুর দাবিতে দার্জিলিং জেলা সারা ভারত খেত মজদুর ইউনিয়নের কার্যালয় সামনে থেকে মিছিল করে গিয়ে নকশালবাড়ি ভিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।