সামনেই নির্বাচন তার আগে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। খড়গপুরে আয়োজিত হলো বিজেপির পরিবর্তন পথসভা। আজ বুধবার সন্ধা প্রায় সাড়ে আটটা নাগাদ খড়গপুর ২ নম্বর মন্ডলের কাঁথড়া এলাকায় আয়োজিত এই পথ সভায় উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্বরা। এদিন সন্ধ্যায় আয়োজিত এই পথসভা থেকেই তৃণমূলের রিপোর্ট কার্ড তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা। এক প্রকার জোড় কটাক্ষ তৃণমূলকে।