কলকাতা: বেহালার রাস্তায় আবারও শোভনের পোস্টার
বেহালার রাস্তায় আবারও শোভনের পোস্টার! নতুন পদ পাওয়ার পরেই চাঞ্চল্য, তৃণমূলের আবহে ফের আলোচনায় প্রাক্তন মেয়র। দীর্ঘ কয়েক বছর বেহালার রাজনীতি থেকে দূরে থাকার পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শোভন চট্টোপাধ্যায়। এনকেডি-র (NKDA) নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পরেই তার নিজের রাজনৈতিক ঘাঁটি বেহালায় ছড়িয়ে পড়েছে বড় বড় পোস্টার।