এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শায়। শনিবার দুপুরে আড়শা থানার হেঁসলা গ্রামের অদূরে ফাঁকা মাঠ থেকে দেহটি উদ্ধার হয় । জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা ফাঁকা মাঠে শিশুটিকে দেখতে পেয়ে আড়শা থানায় খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে।