বিশালগড়: শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে অফিসটিলা গ্রীন এরো ক্লাবের কাল্পনিক মন্দিরের আদলের তৈরি হবে পুজো মন্ডপ
শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে বিশালগড় অফিসটিলা গ্রীন এরো ক্লাবে কাল্পনিক মন্দিরের আদলের তৈরি হবে পূজো মন্ডপ। এবারের পূজার বাজেট ৫ থেকে ৬ ৬ লক্ষ টাকা। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।