নন্দীগ্রাম ১: KYC আপটেড না করলে টাকা তুলতে পারবে না গ্রাহকরা,আজ নন্দীগ্রামে সচেতনতা শিবিরে স্পষ্ট বার্তা দিলেন RBI প্রতিনিধিরা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে আজ অনুষ্ঠিত হল জনসুরক্ষা সচেতনতা শিবির। এই শিবিরে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের স্পষ্ট বার্তা দিলেন RBI অধিকারীক সহ অন্যান্য ব্যাংকের আধিকারিক গন। KYC আপডেট নাহলে একাউন্টে টাকা ঢুকবে কিন্তু কোন ভাবে টাকা তুলতে পারবে না গ্রাহকরা। এক সাক্ষাৎকারে SBIর ডিস্ট্রিক্ট ম্যানেজার বলেন আমরা গ্রাহকদের কাছে বিভিন্ন মাধমের দ্বারা সচেতন করছি তারা তাদের KYC জমা করুন। নাহলে কোন ভাবে নিজের একাউন্ট থেকে টাকা তুলতে পারবে না