কলকাতা: মহাসপ্তমীর পুণ্য লগ্নে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে চলছে কলা বউ স্নান
আজ মহাসপ্তমীর পুণ্য লগ্নে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে চলছে কলা বউ স্নান। সপ্তমী পুজোর আগে কলাগাছকে পুজো করে গঙ্গার পবিত্র জলে স্নান করানো হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলা বউ। নবপত্রিকা স্নানকে কলা বউ স্নান বলা হয়। অবশ্য শুধু কলাগাছ নয়, এতে থাকে আরও আট রকমের উদ্ভিদ। সব মিলিয়ে সেই গাছের গুচ্ছকে শাড়ি পরানো হয়। আজ, মহা সপ্তমীর পুণ্য লগ্নে কলকাতায় গঙ্গার ঘাটে-ঘাটে চলছে এই নবপত্রিকা স্নান তথা কলা বউ স্নান। আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু।