বালি-জগাছা: ৫৫তম বর্ষের হাওড়ার জগাছার ধাড়সা ইউথ অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান
৫৫তম বর্ষের হাওড়ার জগাছার ধাড়সা ইউথ অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী । রবিবার বিকেল সাড়ে পাঁচটার সময় এই পুজোর ফিতে কেটে উদ্বোধন করেন সুজয় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিরা এবছর এই ক্লাবের কালীপুজোর থিম জাতীয় পাখি ময়ূর । এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের অন্যতম প্রধান সদস্য তাপস পাল , বিমান রায় , গঙ্গাধর সিং ও কানাই জানা।