রায়গঞ্জ: রায়গঞ্জের বিগ বাজেটের 'সৃষ্টি' র ১৩ তম বর্ষের কার্তিক পুজায় বহিরাগত শিপ্লীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান
রায়গঞ্জের বিগ বাজেটের 'সৃষ্টি' র ১৩ তম বর্ষের কার্তিক পুজায় বহিরাগত শিপ্লীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান। মঙ্গলবার 'সৃষ্টি' র কর্মকর্তারা জানান, চলতি বছরে তাদের কার্তিক পুজা ১৩ তম বর্ষে পা দিল। বকুলতলায় প্রতি বছরের ন্যায় এবারও তাদের ৩ দিন ব্যাপী উৎসব চলবে। প্রঘম দিন পুজা, দ্বিতীয় দিনে বিচিত্রা অনুষ্ঠান এবং ৩য় দিনে সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোগ বিতরন।