জীবিত ভোটারকে মৃত বলে বাতিলের তালিকাভুক্ত, আতঙ্কিত ভোটাররা। উল্লেখ্য এসআইআরের পর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের খসড়া ভোটার তালিকা। এর আগেই প্রকাশ হয়েছে বাতিলের তালিকা।জীবিত ভোটারদের মৃত বলে বাতিলের তালিকায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশন বলে উঠছে অভিযোগ।কোচবিহার 1নং ব্লকের ফলিমারি এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী ও তার স্ত্রী শিবানী অধিকারীর ক্ষেত্রে দেখা গেল তারা জীবিত থাকলেও মৃত বলে ঘোষণা করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিলের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে।